Notice Details

পরীক্ষার নোটিশ

(১ম মিড্টার্ম)

 

এতদ্বারা সম্মানিত সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র মাদরাসার ১ম মিড্টার্ম পরীক্ষা এবং ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির স্পেশাল টেস্ট আগামী ০৩.০৪.২০২১ইং শনিবার থেকে শুরু হবে, ইন-শা-আল্লাহ। এক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও নিয়মিত ফি-সহ পূর্বের সকল বকেয়া আগামী ১০.০৩.২০২১ইং বুধবারের মধ্যে পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহের জন্য বিশেষভাবে অবহিত করা হল।

 

পরীক্ষার ফি: প্লে ও নার্সারি- ২০০/=, ১ম ও ২য়- ২২০/=,

৩য় ও ৪র্থ-২৫০/-, ৬ষ্ঠ ও ৭ম- ৩০০/=, ৫ম ও ৮ম- ১০ম ৪০০/=, নূরানী, নাযেরা ও হিফয-১৫০/=

 

বি.দ্র. পরীক্ষার এক সপ্তাহ পূর্বে রুটিন ও সাজেশন সরবরাহ করা হবে।

 

 

 

প্রিন্সিপাল