Notice Details
এতদ্বারা মাদরাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪.৯.২০১৯ ইং রোজ মঙ্গলবার থেকে ২য় মিড-টার্ম পরিক্ষা শুরু হবে, ইন-শা-আল্লাহ। অতএব, আগামী ২৩.৯.১৮ ইং রোজ সোমবারের মধ্যে সেপ্টেম্বর মাসের ফি-সহ সকল বকেয়া ও পরিক্ষার ফি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা হলো। 
বি. দ্র. 
  পরিক্ষার ফি: প্লে-নার্সারী: ২০০/= ১ম-২য়: ২২০/=  ৩য়-৪র্থ: ২৫০/=  ৬ষ্ঠ-৭ম: ৩০০/= 
  ৫ম ও ৮ম শ্রেণির প্রতিটি ‘মডেল টেস্ট’ এর ফি যথাক্রমে ৫০০/= ও  ৬০০/=
  নূরানী: ১০০/= হিফয: ১৫০/=
  ৮ম শ্রেণির মডেল টেস্ট আগামী ০৫.১০.১৯ ইং থেকে শুরু হবে, ইন-শা-আল্লাহ।
 
       প্রিন্সিপাল