লক্ষ্য
To Lead the World Prevail in Peace এই শ্লোগানকে সামনে রেখে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আন-নাহদা মডেল মাদরাসা। সুপ্ত মেধা ও প্রতিভার সফল বিকাশ, আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সততা, দেশপ্রেম ও যোগ্যতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরিই আমাদের লক্ষ্য।
বৈশিষ্ট্য
একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ
জাতীয় ও আন্তর্জাতিক অবস্থার প্রেক্ষিতে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয় এবং এই ক্যালেন্ডার অনুসরণ করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
পাঠ পরিকল্পনা
বছরের শুরুতে কার্যদিবস হিসাব করে পাঠ পরিকল্পনা করা হয়। যার ফলে যথাসময়ে সিলেবাস সম্পন্ন করা সম্ভব হয়ে থাকে। পরিকল্পনার মাঝে যে সকল ছোট ছোট কোর্স থাকে সেগুলো পৃথকভাবে মূল্যায়ন করে বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।
সাপ্তাহিক পরিক্ষা
শিক্ষার্থীদের পড়াশুনার মানোন্নয়নের লক্ষ্যে প্রতি শনিবার সাপ্তাহিক পরিক্ষার আয়োজন করা হয়।
সৃজনশীল পদ্ধতির অনুসরণ
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সকল বিষয়ে সৃজনশীল পদ্ধতির অনুসরণ করা হয়।
সাংস্কৃতিক কার্যক্রম
অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতি চর্চার সুব্যবস্থা এখানে রয়েছে। দক্ষ শিল্পীর দ্বারা ইসলামী সঙ্গীত শেখানো হয়। বছরের শুরুতে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সাংস্কৃতিক দশক পালন করা হয়।
Practical English
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ইংরেজি Textbook এর পাশাপাশি আলাদা Practical English Class এর ব্যবস্থা রয়েছে।
Practical Arabic
শিক্ষার্থীদের আরবী ভাষায় পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে আরবী Textbook এর পাশাপাশি সৌদী আরব থেকে প্রকাশিত আরবী ভাষা শিক্ষা কোর্সের বই অনুকরণে পাঠদান করা হয়।
শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না
শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান করার ফলে প্রাইভেট পড়তে হয় না। তবে অনগ্রসর ও পাবলিক পরিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিশেষ ক্লাসের মাধ্যমে মানোন্নয়ন করা হয়।
অভিভাবক সভা
শিক্ষার্থীদের পড়াশুনার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে বিভিন্ন সময়ে বিশেষ সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
আবাসিক ব্যবস্থাপনা
সুন্দর ও মনোরম পরিবেশে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ শিক্ষক কর্তৃক সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়। এছাড়াও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয় এবং ২৪ ঘণ্টার দৈনন্দিন রুটিন অনুসরণ করা হয়।
ক্যারিয়ার ডিজাইন
শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ গড়তে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এর আয়োজন করা হয়।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
তথ্য ও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছ ধারণা প্রদানের লক্ষ্যে কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। প্রজেক্টরের মাধ্যমে বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে।
নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা
পি.টি.তে অংশগ্রহণ, শ্রেণিকক্ষে প্রবেশ, টিফিন গ্রহণ এবং ছুটির ক্ষেত্রে কঠোর ও সুনিয়ন্ত্রিত নিয়ম অনুসরণ করা হয়।
নিয়মিত পর্যালোচনা সভা
প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এতে পাঠদান পর্যালোচনা সাপেক্ষে গঠনমূলক পদক্ষেপ নেয়া হয়।
হিফযুল কুরআন
হিফ্যের পাশাপাশি ন্যূনতম ৫ম শ্রেণি সমাপ্তকরণ এবং আন্তর্জাতিক মানের হাফেয ও ক্বারী কর্তৃক নিয়মিত তত্ত্বাবধান করা হয়।
পরিবহণ ব্যবস্থা
অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে পরিবহেেণর সুব্যবস্থা রয়েছে। পরিবহণের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংরক্ষণে দায়িত্বশীল শিক্ষক নিয়োজিত আছেন।
Weekly Assembly
প্রতি সপ্তাহে একদিন এসেম্বলী (জল্সা) আয়োজন করা হয়। এসেম্বলীতে থাকছে- দেশাত্ববোধক ও ইসলামী গান, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, চিত্রাঙ্কন, ক্বিরাত, আযান, ইকামাত, খুতবাহ, নামায শিক্ষা এবং নৈতিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ।
আন-নাহ্দা মডেল মাদরাসার বিশেষত্ব:
১. সৌদি আরব, মিশর ও কাতার এর শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণে বলিষ্ঠ ইসলামিক স্কলার তৈরির লক্ষ্যে পবিত্র কুরআনের ৫ পারা এবং বিষয় ভিত্তিক ৫০০ সহিহ হাদিস হিফয বাধ্যতামূলক।
২. আমাদের সিলেবাস এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীগণ ভবিষ্যতে ইসলামী শরিয়াহ, আইন, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ জ্ঞানের যে কোন শাখায় নিজেকে প্রমাণ করতে পারে, ইন-শা-আল্লাহ।
৩. ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী করার লক্ষ্যে Practical English Language Course I Practical Arabic Course এর নিয়মিত ক্লাস।
৪. অভিজ্ঞ ও দেশ এবং বিদেশের বিখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রী ও বোর্ড স্ট্যান্ডধারী শিক্ষক কর্তৃক পাঠদান।
৫. কম্পিউটার প্রশিক্ষণ ও প্রজেক্টরের মাধ্যমে বিশেষ ক্লাস নেয়া হয়।
৬. একাডেমিক ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার।
৭. শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দ্বি মাসিক সাহিত্য ম্যাগাজিন প্রভাতী প্রকাশিত হয়।
৮. ইসলামি সংস্কৃতির চর্চা বাড়ানো লক্ষ্যে নিয়মিত সাপ্তাহিক জালসার ব্যবস্থা রয়েছে।
৯. ২য় শ্রেণির মধ্যেই সহীহভাবে কুরআন ও নামাজ শিক্ষা দেয়া হয়।
১০. মেধাবী ইয়াতীম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
চলমান একাডেমিক কার্যক্রম:
১. জেনারেল শাখা (প্লে-দশম শ্রেণি)
২. হিফযুল কুরআন শাখা
৩. বালক ও বালিকা শাখা
৪. আবাসিক ও অনাবাসিক
৫. কুরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স
৬. আরবী ভাষা কোর্স
৭. ইংরেজি ভাষা কোর্স
৮. দ্বি মাসিক ম্যাগাজিন
৯. ইন্টেন্সিভ শরী‘আহ কোর্স
১০. কালচারাল ডিপার্টমেন্ট
অর্জনসমূহ:
১. ইবতেদায়ী সমাপনীতে (৫ম শেণি) ট্যালেন্টপুলে বৃত্তি ও এ প্লাসসহ শতভাগ উত্তীর্ণ।
২. জেডিসি পরীক্ষায় পরীক্ষায় (৮ম শ্রেণি) সরকারী বৃত্তি ও এ প্লাসসহ শতভাগ উত্তীর্ণ।
৩. স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষায় প্রতি বছর বৃত্তি লাভ।
৪. বিভিন্ন সাংস্কৃতির ও সংগীত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন।
৫. কে পি আর এর চিত্রাংকন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন।